শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় মন্দির ও মহাশ্মশান ঘাটের উদ্বোধন

বাগাতিপাড়ায় মন্দির ও মহাশ্মশান ঘাটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকায় সর্বজনীর শ্রী শ্রী দূর্গা মন্দির ও সদর ইউনিয়নের তমালতলা এলাকায় মহাশ্মশান ঘাটের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মন্দির কমিটির সভাপতি হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী মনতোস সরকার মনার সঞ্চালনায় মহাশ্মশান উদ্বোধন করা হয়।

গালিমপুর সর্বজনীর শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটি ও তমালতলা মহাশ্মশান ঘাট কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ শহিদুল ইসলাম বকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, নাটোর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু সুকুমার মুখার্জী, স্থানীয় আ’ লীগ নেতা নয়েজ মাহামুদ ও বিল্পব কুমার দাস বিপু প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …