শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা

বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাদেমুল ইসলাম, বাগাতিপাড়া:
খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪২ ও ৪৫ ধারায় নাটোরের বাগাতিপাড়ায় দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলমের মোবাইল টিম বাজার তদারকিমূলক অভিযান করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করার অপরাধে শাপলা ব্রেড এন্ড বিস্কুট কারখানার মালিক দুলাল উদ্দিনকে তিন হাজার এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে উপজেলার তমালতলা বাজারের ভাই ভাই কসমেটিকস এর মালিক শরিফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক শামসুল আলম।

এ সময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ এবং বাগাতিপাড়া মডেল থানার এসআই জাহাঙ্গীরসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া: নাটোরের সিংড়ায় এক গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রতিবেশি যুবক রবিউল …