নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় পক্ষকাল ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে শিশুকে ভিটামিন এ ক্যাপস্যুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল, পরিবার পরিকল্পনা অফিসার খাদেমুল ইসলাম।
উল্লেখ্য, এ বছর উপজেলায় ১২০টি ইপিআই কেন্দ্রে মোট ১৭ হাজার ৬’শ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী এক হাজার ৬০০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৬ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …