রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / বাগাতিপাড়ায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় মামুন টাইগার্স ও নাহিদ লায়ন্স দুটি দল এই ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় নাহিদ লায়ন্সকে ২-০ গেমে পরাজিত করে মামুন টাইগার্স জয় লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

ফ্রেন্ডস ক্লাবের সাধারন সম্পাদক রিয়াজুর ইসলাম সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আবুল কালাম আজাদ, পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান রওশন কামাল, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস,এম আবু সাদাদ প্রমুখ।

১২টি দল নিয়ে গত ২৫ ডিসেম্বর ২০২০ শুরু হয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্ণামেন্টের সমাপ্তি হয়। ফাইনাল খালাটি পরিচালনা করেন রাজিবুল হাসান এবং এই টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতা করেছেন জেলা ক্রিড়া সংস্থার নির্বাহী সদস্য ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …