রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বেকারিতে আগুন- সন্দেহ বেকারি মালিকের দুই ছেলের প্রতি

বাগাতিপাড়ায় বেকারিতে আগুন- সন্দেহ বেকারি মালিকের দুই ছেলের প্রতি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার শাহ আলম বেকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘঠেছে। এতে কারখানায় থাকা সব জিনিসপত্র ভস্মীভূত হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলম বেকারীর স্বত্বাধীকারি নজরুল ইসলাম ও তার স্ত্রীর সাথে তাদের দুই ছেলে শাহ আলম ও সাহাবুরের কোন্দল চলছিল। প্রায় দিনই দুই ছেলে তাদের হত্যা করার চেস্টা সহ অত্যাচার করতো।

গত কয়েকদিন আগেও বাবা মাকে হত্যা করার চেস্টা করলে পিতা নজরুল এবং তার স্ত্রীকে ঘরের জানালা কেটে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তারপর থেকে বেকারী মালিক নজরুল ইসলাম ও তার স্ত্রী সন্তানদের ভয়ে আত্বগোপনে রয়েছেন। বেকারী কারখানার ম্যানেজার মিন্টু জানান, ঘটনার দিন দুপুরে দুই ছেলে শাহ আলম ও সাহাবুর বেকারী কারখানায় গিয়ে তাদের সবাইকে কারখানা থেকে বের হয়ে যেতে বলেন। তখন তারা ভয়ে কারখানা থেকে দুরে সরে যান।

কিছুক্ষণ পরেই জানতে পারেন কারখানায় আগুন লেগেছে। দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং দীর্ঘক্ষণ চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ঘটনাস্থলে বেকারী মালিকের দুই ছেলে উপস্থিত থাকলেও কোন সহযোগিতা না করে নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন বলেও জানান তিনি।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, ওই বেকারী মালিকের সাথে নেশাগ্রস্ত দুই ছেলের দীর্ঘদিন থেকেই কোন্দল চলছিল। তারাই ওই করাখানায় আগুন লাগিয়েছে। এ ঘটনায় ওই দুই ছেলেকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …