রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগাতিপাড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় মহসিন ফকির (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার জামনগর ইউনিয়নের করমদোশি গ্রামে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত নছির ফকিরের ছেলে। 

জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী তাদের পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকে মহসিন ফকির বিভিন্ন অসুখে ভুগছিলেন। ঘটনার দিন বিকালে স্থানীয়রা তাকে মাফলার পেঁচিয়ে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার এসআই মনিরুল জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …