রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় গাছ থেকে রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌরসভা এলাকার লক্ষণহাটি মহল্লা থেকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়। রহিমা বেগম ঐ মহল্লার মৃত আঃ রহমানের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তিনি তার বড় ছেলে মুজিবরের বাড়িতে তার সাথেই থাকতেন। ফজরের নামাযের পূর্বে মৃতের বড় ছেলে ঘুম থেকে উঠে তার মা এর ঘরের দরজা খোলা দেখে ঘরের ভেতরে গিয়ে মাকে খোজ করে না পেয়ে সে চিৎকার করে, পরবর্তীতে তার ছোট ভাই শরিফুলও বেরিয়ে আসে এবং খোজাখুজির পর বাড়ির সামনের গাছের সাথে দড়ি দিয়ে হাঁটু গেঁড়ে বসা ঝুলন্ত বৃদ্ধার মরদেহ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক ফজলুল হক বলেন, বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আসলে এটি আত্মহত্যা নাকি হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সটি ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …