নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। র্যালি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে ‘বড়াল সভা’ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল’র সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সাবান ও বিস্কুট বিতরণ করা হয়।