রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিশ্ব মা দিবস পালিত

বাগাতিপাড়ায় বিশ্ব মা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার বিকেলে বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির, ‘ক্যাব’ উপজেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম তপু,উপজেলা খাদ্য কর্মকর্তা কে.এম মামুনুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার প্রতিনিধি এস.আই দুলাল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৬টি কিশোর-কিশোরী ক্লাবের ৩৬জন সদস্যের মাঝে সংগীত ও কবিতা আবৃত্তি বিভাগে পুরষ্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …