মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত

বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত

নিজস্ব প্রতিবেদক:
“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যে, নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার উদ্যোগে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উপলক্ষে আলোচনা সভা করা হয়।
বুধবার সকালে বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সভার শুরুতে ’ক্যাব’ অত্র শাখার সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু সদ্য যোগদান করা ইউএনও কে ফুল দিয়ে বরণ করেন।

এসময় উপস্থিত থেকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস নিয়ে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফয়জুল কবীর, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিন, উপজেলা প্রেস ক্লাব’র সেক্রেটারী ফজলে রাব্বি, পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফিন প্রমুখ। এসময় ক্যাব’র পক্ষ থেকে ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন প্রচার পত্র সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …