বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার অংশ গ্রহনে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলের নেতৃত্বে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়।

পরে বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি আব্দুল মজিদ।

উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক আরশাদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ক্যাবের নির্বাহী সদস্য ও বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ সাজেদুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম রোজ, প্রচার সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে বড়দিন উৎসব অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসী খ্রীস্টান সম্প্রদায়ের আয়োজনে পাঁচটি স্থানে বড়দিন উৎসবের আয়োজন করা হয়েছে। …