মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়্যারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রয়ারি ) বাউয়েট ক্যাম্পাসে ন্যাচার এন্ড এনভায়রমেন্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফটোগ্রাফি কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন এবং আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ন্যাচার এন্ড এনভায়রমেন্ট ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ শাহাজাহান আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
এছাড়া পরিবেশ সচেনতা তৈরীর লক্ষে ক্লাবের শিক্ষার্থীরা ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …