শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিভিন্ন বাজারে অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাগাতিপাড়ায় বিভিন্ন বাজারে অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এক অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার জিগরী বাজার, তমালতলা বাজার এবং আজগর মোড় বাজারে বাজার তদারকির অভিযানে চালানো হয়। সেসময় তমালতলা বাজারে পণ্যের দাম বেশি রাখায় অনন্ত স্টোরকে পাঁচ হাজার টাকা, কুন্ডু স্টোরকে তিন হাজার টাকা এবং আজগোর মোড় বাজারে পণ্য তালিকা না থাকায় রওশন এন্টার প্রাইজকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …