রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় বিপ্লব ও সংহতি দিবস এবং কর্মী সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বিপ্লব ও সংহতি দিবস এবং কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,, নাটোরের বাগাতিপাড়ায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে এবং কেন্দ্রিয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নিদের্শনায় এসকল কার্যক্রম পালিত হয়।  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার লক্ষণহাটি মোড় এলাকায় অবস্থিত উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় ওই কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে লক্ষণহাটি স্কুল এন্ড কলেজ মাঠে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন। পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকারের সভাপতিত্বে  সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান, খোরশেদ আলমসহ  অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা । এসময় অনুষ্ঠানের মাঠ জনস্রোতে পরিণত হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …