নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আদিল হোসেন আলেপ নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়। আজ ৫ আগস্ট শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার যোগীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিহত আলেপ আজ সকাল সাড়ে সাতটার দিকে তাদের বারান্দায় খেলাধুলা করছিল। এ সময় তার চাচা আতাউর রহমান ভ্যান গাড়ির ব্যাটারিতে চার্জ দিচ্ছিল। চার্জ দেয়ার সময় শিশু আলেপ ওই তার স্পর্শ করলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …