নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোঃ মিজানুর রহমান (৩৭) নামের এক কৃষক নিহত হয়েছে। আজ ৯ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার বাটিকামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান একই এলাকার যায়েদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায় আজ সকালে মিজানুর জনৈক মামুন সরকারের জমিতে বৈদ্যুতিক মোটর দ্বারা সেচ দিতে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন মোটর এর নিকট তাকে পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দয়ারামপুর বাজারের মজুমদার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
