মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বকুল

বাগাতিপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের বাগাতিপাড়ার চাঁদপুর রফাতুল্যা সোনার উচ্চ বিদ্যালয়ে প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে‍ প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত, কাজের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সামি  এন্টারপ্রাইজ,পাবনা। 

এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোরের সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ও যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ প্রমুখ।

ভবনটি উদ্বোধনের পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …