সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় বিদেশ ফেরতদের বাড়ি ও বাজারে অভিযান-জরিমানা

বাগাতিপাড়ায় বিদেশ ফেরতদের বাড়ি ও বাজারে অভিযান-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে ইউ এন ও প্রিয়াংকা দেবী পাল, এ সময় বিভিন্ন বাজারে ও প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়ে জরিমানা করেছেন তিনি। রোববার দুপুরে এ সব অভিজান চালানো হয়। ইউ এন ও অফিস সূত্রে জানা যায়, উপজেলার জামনগর ইউনিয়নে সম্প্রতি ভারত থেকে আসা হোম কোয়ারেন্টিনে থাকা কুটিঘোষ পাড়া গ্রামের শহিদুল ইসলাম ও তেলিপাড়া গ্রামের সন্তোষ কুমারের বাড়িতে এক বিশেষ অভিযান চালানো হয়। এসময় তাদের ঘরের মধ্যে ঠিকঠাকই পাওয়া যায়।

অপর দিকে জামনগর বাজারে দুই চাউলের আড়ৎদার আক্তার হোসেন ও প্রদীপ সাহা মূল্য তালিকা না রাখায় এবং দাম বেশি নেওয়ায় উভয়েরই দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে সরকারি নিষেধ অমান্য করে তমালতলা বাজারে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে ছোট্ট একটি কক্ষে গাদা-গাদি করে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষণকেন্দ্রের মালিক সবুজ আলীর এক হাজার টাকা জরিমানা করেছেন। এবিষয়ে ইউ এন ও প্রিয়াংকা দেবী পাল বলেন, করোনা ভাইরাসের প্রভাব থেকে বাগাতিপাড়া বাসীকে রক্ষা করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …