নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় দুই দিন ব্যাপি ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
২৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল নিয়ে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …