নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েটের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘অ্যাডভান্স ওয়েব প্রোগ্রামিং-২০১৯’ শীর্ষক কর্মশালা শনিবার শেষ হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাউয়েটের আইসি বিভাগের প্রভাষক মোঃ জিহাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিই বিভাগের প্রধান-প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ। আইসিই ও সিএসই বিভাগের ৪৪ জন ছাত্র-ছাত্রী কর্মশালায় অংশগ্রহণ করে। সিলিকন অরচার্ড লিমিটেডের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ আলী প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন। এ কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা পিএইচপি, সার্ভার, বুটস্ট্র্যাপ, ভার্সন কন্ট্রোল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডাটাবেজ, ক্লায়েন্ট সাইড স্ঙিঊপটিং ল্যাঙ্গুয়েজ এবং এপিআই এর প্রায়োগিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ উপভোগ করেন
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বাউয়েটে অ্যাডভান্স ওয়েব প্রোগ্রামিং কর্মশালার সমাপনী অনুষ্ঠান
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …