শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পল্লী ব্রাঞ্চ স্থাপনের উদ্দেশ্যে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় স্থানীয়দের আয়োজনে তমালতলা বাজারে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

মতবিনিময় সভায় তমালতলা মোড় বাজার ও তমালতলা বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান , রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তৃতীয়বারের মতো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনায় পল্লী ব্রাঞ্চটি স্থাপনের উদ্দেশ্যে তিন সদস্যের একটি টিম সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে আসেন । এ মতবিনিময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: শিহাব উদ্দিন, প্রিন্সিপাল অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র অফিসার নাজমুল হোসেন।

পর্যবেক্ষণ টিম বৃহত্তর তমালতলা বাজার পুরোটা ঘুরে দেখেন। তাঁরা সন্তুষ্টি প্রকাশ করে জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধা দিতেই এমন প্রয়াস।

জানা যায়, শিল্প, হাউজ বিল্ডিং লোন, ক্ষুদ্র ব্যবসা, সরকারি-বেসরকারি এবং শিক্ষকদের ব্যক্তিগত লোন সহ সকল পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট গ্রহণের সুবিধা থাকবে ব্যাংকটিতে।

মতবিনিময় সভায় আওয়ামী লীগনেতা আফরোজ্জামান নিপুনের সঞ্চালনায় ঐতিহাসিক তমালতলা বাজারের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর বাগাতিপাড়া উপজেলা সভাপতি অধ্যাপক আবুল হোসেন, তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, চকগোয়াশ বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতি বাগাতিপাড়া কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, তমালতলা কৃষি কারিগরি কলেজের অধ্যাপক সারওয়ার জামান লিটন, তমালতলা টেকনিকেল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ জুলফিকার আলী, মাদার তেরেসার মহাসচিব মীর অাহমেদ টুটুল, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব’র বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, ১ নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, ২নং জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী আজিজুল হাকিম, ব্যবসায়ী সমিতির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক নুরুল ইসলাম, পুরাতন বাজার সমিতির সভাপতি কাউছার আলী টেংরা, যুবলীগ নেতা বিপ্লব কুমার দাস বিপু, ছাত্রলীগ নেতা এবিএম রবিউল হাসান জনি প্রমুখ।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …