সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পাটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পাটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
১০ম কংগ্রেস সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নাটোরের বাগাতিপাড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আজিজুর রহমান কে সভাপতি ও আব্দুল করিমকে সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সস্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগাতিপাড়া উপজেলা শাখার সাবেক সম্পাদক কমরেড আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতিয় কৃষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখা’র সভাপতি কমরেড আব্দুল হাদী, লালপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড আব্দুস সামাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতিয় কৃষক সমিতি উপজেলা শাখার সম্পাদক কমরেড আব্দুল আলীম।

সম্মেলনে ছাত্রমৈত্রী, যুব মৈত্রী, কৃষক সমিতি, ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …