শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ‘বাঁধনে জামনগর’ নিজস্ব অর্থায়নে দেড়শত পরিবারের মাঝে ত্রাণ সাহায্য বিতরণ করেছে

বাগাতিপাড়ায় ‘বাঁধনে জামনগর’ নিজস্ব অর্থায়নে দেড়শত পরিবারের মাঝে ত্রাণ সাহায্য বিতরণ করেছে

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধনে জামনগর’ তাদের নিজস্ব অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রবিবার বিকেলে উপজেলার জামনগর বাজারে ‘বাঁধনে জামনগর’ এর সহ-সভাপতি মমিনুজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শামছুজ্জামান শামীম, সাইদুজ্জামান, মিজানুর রহমান মিজান প্রমুখ। তাঁরা সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, মুস্তাফিজুর রহমান, আলিমুজ্জামান, মমিনুল ইসলাম, রাশেদ আহমেদ, রবিউল ইসলাম পারভেজ রবি ও আরাফাত। বক্তব্য শেষে দেড়শত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, ময়দা, আলু, পেঁয়াজ ও মাস্ক বিতরণ করা হয়।

আরও দেখুন

বন্ধ চিনি কলের মধ্যে অন্তত ১ টি হলেও চালু করবে সরকার- আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক,,,,,, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। শুক্রবার ( ১৫নভেম্বর) …