শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বড়াল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

বাগাতিপাড়ায় বড়াল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার 


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বাগান কর্মি মুনসুর রহমান মিন্টু(৬৫)র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মিরা। উদ্ধার হওয়া মিন্টু লালপুর উপজেলার মৃত নুর মোহাম্মদের ছেলে। 

মিন্টু বড় ছেলে সাহেব আলী জানান, তার বাবা দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা এলাকায় বসবাস করতন এনং নদী তীরবর্তী একটি পেয়ারা বাগানে কাজ করতেন। শনিবার দুপুরে গোসলের জন্য নদীতে নেমে নিখোঁজ হন। নদী পাড়ে মন্টুর লুঙ্গি লাঠি, সেন্ডেল, পড়ে থাকতে দেখে স্থানীয়রা নদীতে নেমে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় ।

দয়ারামপুর ফায়ার স্টেশন ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, অসুস্থ ও বয়স্ক হওয়ায় বৃদ্ধ মন্টু গোসল করতে গিয়ে নদীতে নেমে শীতের কারনে আর উঠতে পারেনি।পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মিরা শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানোর পর আজ রোববার সকালে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …