রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
‘মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান’ শ্লোগানে নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে যুব দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি পালন উপলক্ষে শিল্পকলা একাডেমী হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনূস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম ঠান্টু, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম।

সফল উদ্যোক্তা ইমরান খান, সফল সংগঠক নারী জাহানারা বেগম প্রমুখ। শেষে গবাদী পশু মোটা তাজাকরন ও মৎস্য চাষে যুবদের মাঝে ৫ লক্ষ ৩৫ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরন করা হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …