মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও সংবর্ধনা প্রদান

বাগাতিপাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইত্তেফাক সংবাদদাতা আরিফুল ইসলাম তপু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রয়ারি) সকালে উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আবু সালেহ মুহাম্মদ তোহা। উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিনের পরিচালনায় ও যুগ্ন সাধারণ সম্পাদক এম খাদেমুল ইসলাম’র স্বাগত বক্তব্যে প্রধান অতিথি ছিলেন, বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন।

মূখ্য আলোচক ছিলেন, বেটারমেন্ট বাংলাদেশ লি.’র চেয়ারম্যান ড. মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউয়েট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সজ্জাদ ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম। সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান তারা।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …