রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যাব্যাপী নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদে এবং বিভিন্ন পুকুরে বিসর্জন দেওয়া হয় উপজেলার ৩০টি মন্ডপের প্রতিমা।

এর আগে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।মঙ্গলবার বিকাল থেকেই বিভিন্ন মন্ডপ থেকে প্রতিমা নিয়ে বের করা হয় বিজয়া শোভা যাত্রা। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই শোভাযাত্রায অংশ নেন। শোভা যাত্রা শেষে হাজির হয় নদের তীরে। সেখানে প্রতিমা নৌকায় তুলে কিছুক্ষণ চলে উৎসব। এরপর একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয় বড়াল নদে। তবে কয়েকটি প্রতিমা পুকুরেও বিসর্জন দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম দিন থেকেই বিপুলসংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রতিমা বিসর্জন দেখতে নদের পাড়ে হাজারো মানুষ হাজির হন।

এদিকে মহাষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বাগাতিপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন,স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল এর নির্দেশে তার সহোদর উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার ,মডেল থানা অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন প্রমুখ।

প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন। পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আর স্বর্গালোকে বিদায় নেন ঘোড়ায় চড়ে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …