বৃহস্পতিবার , নভেম্বর ৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় পূজা চলাকালীন মন্দিরে ঢিল নিক্ষেপ

বাগাতিপাড়ায় পূজা চলাকালীন মন্দিরে ঢিল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কালী মন্দিরে পূজা চলাকালীন সময়ে ঢিল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১ টার পরে উপজেলার জামনগর ইউনিয়নের শাখারীপাড়া কালী মন্দিরে পূজা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মন্দিরে কালীপূজা চলাকালীন সময়ে হঠাৎ করেই একের পর এক ঢিল নিক্ষেপ হতে থাকে। ঢিলগুলো মন্দির ও মন্দিরের সামনে টানানো ত্রিপলের উপর এসে পড়ে। এতে সেখানে উপস্থিত ভক্ত ও দর্শনার্ধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা দ্রুত মন্দির থেকে বাইরে গিয়ে খোঁজাখুজি করলে কাউকেই দেখতে পায়না। পরবর্তীতে তারা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশি পাহারায় শেষ হয় বাকি পূজর্চনা। তবে, দুর্বৃত্তদের ছোড়া ঢিলে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান মন্দির সংশ্লিষ্টরা। এ বিষয়ে পূজা কমিটির সাধারণ সম্পাদক পিন্টু সেন জানান, ঘটনার সময় তারা ৪০-৫০ জন মন্দিরে ছিলেন। হঠাৎ করে মন্দিরে ঢিল নিক্ষেপ শুরু হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা মন্দিরে আসেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বাকী পূজাকার্য শেষ হয়। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু কুমার দাস বলেন, জামনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৬ টি মন্দিরে কালী পূজা চলছিল। বিগত দিনে পূজা উদযাপনে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বৃহস্পতিবার রাতে কালী পূজা চলাকালে যারা ইটের টুকরা নিক্ষেপ করে পূজা উদযাপনে বাঁধা সৃষ্টি করতে চেয়েছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে, দুর্বৃত্তদের কাওকে সেসময় ঘটনাস্থলে পাওয়া যায়নি। সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ সদস্যদের উপস্থিতিতেই বাকি পূজার্চনা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

আরও দেখুন

নন্দীগ্রামে বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), …