সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় পাপুল হোসেন ও ছাত্র আব্দুল হাদী’র দাফন সম্পন্ন

বাগাতিপাড়ায় পাপুল হোসেন ও ছাত্র আব্দুল হাদী’র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ল্যাব অ্যাসিসটেন্ট পাপুল হোসেন ও ছাত্র আব্দুল হাদী’র দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার দুপুরে পাপুন ও হাদি একটি মোটরসাইকেলে চড়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে একজনের মাথায় গুরুতর জখম হয়। অন্যজন পড়ে গেলে তার পায়ের ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। এই দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ যায়। পুলিশ গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …