রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাগাতিপাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় ড্রামের পানিতে পড়ে মানহা খাতুন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) বেলা ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মানহা খাতুন ওই এলাকার মোস্তাফিজুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, সকালের কোনো একসময় সবার অগোচরে বাড়িতে থাকা পানি ভরা প্লাস্টিকের ড্রামের ভেতরে পড়ে ডুবে যায় শিশু মানহা।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। এক পর্যায়ে ড্রামের ভেতরে থাকা পানির কিছুটা অংশ নিচে পড়ে থাকা দেখে কাছে গেলে তার ভেতরে ডুবে থাকা অবস্থায় মানহাকে উদ্ধার করা হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুর রাজ্জাক মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও.সি) নান্নু খান  ঘটনার সত্য নিশ্চত করেছেন।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …