রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

বাগাতিপাড়ায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ,বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে ইসরাত(২)নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইসরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ইসরাত ও তার বোন নুসরাত(৪)  সকালে বাড়ির পাশেই খেলছিল এবং তার মা  চুলায় ভাত চাপিয়ে পাশের বাড়িতে মুরগী জবাই দিতে গেলে ফিরে এসে দেখে তার মেয়ে বাড়িতে নেই।  খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একজন হেঁটে আসার সময় পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেয়।

পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে কোন অভিযোগ হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …