সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে পড়ে রিয়াদ(১৫) নামের অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ১১ মে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মৃত রিয়াদ জিগরী উচ্চ বিদ্যালয়ের ‌অষ্টম শ্রেণীর ছাত্র। মৃত রিয়াদ বাগাতিপাড়া উপজেলার কাকখো পুরাতন পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

রিয়াদের চাচাতো ভাই রাজু আহম্মেদ জানান, আজ সকাল সাতটার দিকে রিয়াদ নিজ বাসা থেকে এক কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে যায়, প্রাইভেট পড়ে ফেরার পথে সে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানের পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশী এক মহিলা তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রিয়াদের চাচাতো ভাই আরো জানান, রিয়াদ অনেক আগের থেকেই মৃগি রোগে আক্রান্ত ছিল।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বাংলা নববর্ষ বরণে বিএনপির বিশাল

শোভাযাত্রা নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে বাগাতিপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলানববর্ষকে বরণে বিশাল শোভাযাত্রা করেছে …