নিজস্ব প্রতিবেদক:
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাজিব কুমার কর্মকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু হায়দার, সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির তিতাস,বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন,প্রমুখ।