রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের শরবত বিতরণ

বাগাতিপাড়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়াতেও তীব্র তাপদাহে মানুষের যখন হাসফাস অবস্থা, ঠিক সে সময়ে তৃষ্ণার্ত মানুষের পাশে এসে দাড়িয়ে সহস্রাধিক পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় দয়ারামপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ওই ঠান্ডা শরবত বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী মন্ডল, দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্র দলের সদস্য আশিকুর রহমান, মেহেদী হাসান, মাফুজুর রহমান, দয়ারামপুর ইউনিয়ন ছাত্র দলের জোহা, রাব্বি, মাহফুজ, বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহ্বয়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না, যুগ্ম-আহবায়ক মোরশেদ রহমান, সদস্য শৈশব জাহান শ্রাবণ প্রমূখ।

প্রখর রৌদ্রের মাঝে সড়কে দাঁড়িয়ে পথচারীদের মাঝে হাতে হাতে পৌঁছা দেয়া হয় ওই শরবত। তীব্র তাপদাহে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সর্বস্তরের মানুষ।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তীব্র তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকসহ পথচারীদের কিছুটা স্বস্তি দিতেই এ ক্ষুদ্র আয়োজন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …