নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়েছে। সিংড়ার ‘মোল্লা স্টোর’ ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রয় শুরু করে।
রবিবার দিনব্যাপি উপজেলার জামনগর
বাজারে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করে। পণ্য সামগ্রীর
মধ্যে ছিল সোয়াবিন তেল, চিনি ও মসুরের ডাল। সোয়াবিন প্রতি লিটার ৮০টাকা,
চিনি ও মসুর ডাল প্রতিকেজি ৫০টাকা দরে বিক্রয় করা হয়।
একজন ভোক্তাকে সর্বোচ্চ ৫ লিটার সোয়াবিন,২কেজি চিনি ও ১কেজি ডাউল দেয়া হয়।
মোল্লা স্টোর মালিক মঞ্জুরুল ইসলাম বলেন, নাটোর জেলার প্রতিটি উপজেলায় প্রতিদিন উপজেলার দুটি স্থানে এই টিসিবির পন্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। তিনি আরও জানান, সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিদিন ২ হাজার লিটার সোয়াবিন, ১ হাজার ৫শ’ কেজি চিনি ও ৩শ’কেজি মসুরের ডাল ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়। এই কার্যক্রম আগামী রমজান মাস পর্যন্ত অব্যাহত থাকবে।