বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

বাগাতিপাড়ায় নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া .
উপজেলা পরিষদের নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে ভোট বর্জনের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে। বুধবার বিকেলে উপজেলার মালঞ্চি বাজার এলাকায় উপজেলা  বিএনপি ও অঙ্গসংগঠনের  উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় নেতাকর্মীরা ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা বিএনপির আহবায়ক  মোশাররফ হোসেন বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক হায়দার আলী।থানা যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মাহামুদ, পৌর যুবদলের আহ্বায়ক  মুক্তার হোসেন, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মিনহাজুর রহমান মনির,সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সজল, পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না, যুগ্ম আহবায়ক মোরশেদ রহমান প্রমুখ।  বক্তারা বলেন, গত ১৫ বছর দেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিচ্ছে না সরকার। ‘ডামি’ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। এখন স্থানীয় সরকার নির্বাচনেও একই পন্থা অবলম্বন করেছে।এ তামাশার নির্বাচন ও ভোট বর্জনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগাতিপাড়ার সর্বস্তরের জনগণকে আহবান জানিয়েছে বক্তারা।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *