সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় নন-এমপিও শিক্ষকদের আর্থিক সহায়তা দিল সোনালী ব্যাংক

বাগাতিপাড়ায় নন-এমপিও শিক্ষকদের আর্থিক সহায়তা দিল সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা জিমনেসেয়িাম হল রুমে ব্যাংকটির বাগাতিপাড়া শাখার উদ্যোগে সিএসআর কার্যক্রমের আওতায় এ অর্থ সহায়তা প্রদান করা হয়। নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে ৩০ জন শিক্ষক-কর্মচারীদের হাতে নগদ দুই হাজার টাকা করে তুলে দেন।

একই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৪ পরিবারের মাঝে এক বান ঢেউটিন এবং তিন হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা, সোনালী ব্যাংকের বাগাতিপাড়া শাখার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম ঠান্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …