সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় নতুন ওসির যোগদান

বাগাতিপাড়ায় নতুন ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শফিউল আযম খান । বুধবার (১৯ এপ্রিল) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি পাশ^বর্তী উপজেলা বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০১ সালে তিনি সর্ব প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগাদান করেন। তার জন্মস্থান টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায়। তিনি ওই এলাকার জাহাঙ্গীর হোসেন খান ও মরিয়ম খাতুন দম্পতির প্রথম ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী এবং দুই ছেলে নিয়ে দাম্পত্য জীবনে তিনি অনেক সুখী ব্যাক্তি।

সাক্ষাৎকালে ওসি শফিউল আযম খান বলেন, উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকবেন এবং এ বিষয়ে সকলের সার্বিক সহযোগীতাও কামনা করেন তিনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …