শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় নতুন আরও ১২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

বাগাতিপাড়ায় নতুন আরও ১২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় ফরিদপুর এলাকা থেকে বাড়িতে ফেরত আরো নতুন ১২জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে। শনিবার সকালে এদের উপজেলার জামনগর হাইস্কুলে কোয়ারান্টাইনে রাখা হয়।

এরা হলেন জামনগর ইউনিয়নের রওশনগিরিপাড়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র সমজান আলী, ওসমান গনির পুত্র শফিকুল ইসলাম ও মুসা আলী, জাহেদ আলীর পুত্র মিলন ও রুবেল, গোফ্ফার আলীর পুত্র তুহিন আলী, হাবিবের পুত্র হাশেম আলী, মকসেদ আলীর পুত্র মাসুদ রানা, ভ্যাকার পু্ত্র জামাল ও কামাল, ছুরাত আলীর পুত্র সাইফুল ইসলাম এবং সাইদুর রহমানের পুত্র মোস্তফা। এদের বয়স ২৫-৪০এর মধ্যে। এরা সবাই ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করে শুক্রবার রাতে বাড়ি ফিরেন। এরা সবাই জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর সুপরামর্শে জামনগর উচ্চবিদ্যালয়ে কোয়ারান্টাইনে থাকতে রাজি হন।

উল্লেখ্য গত শুক্রবার বিকালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল জামনগর হাইস্কুলে জামনগর ইউনিয়নের হাঁপানিয়া সাজিপাড়া গ্রামের বয়েন শাহ’র পুত্র মেরাজ শাহ (৫৫), ও মেহের শাহ (৫০), রবি শাহ’র পুত্র জমসেদ শাহ(৬০) ও আব্দুল আজিজ শাহ (৫৫) এবং বজরাপুর গ্রামের ইসার উদ্দিনের পুত্র আব্দুল মজিদ(৫০) কে কোয়ারান্টাইনে রাখেন। এ ৫ জন ঢাকা ও মানিকগঞ্জ থেকে ৩/৪দিন আগে বাড়ি আসে। তাঁদের প্রত্যেককেই ১৪দিন করে কোয়ারান্টাইনে রাখা হবে। প্রত্যেকের জন্য থাকা, খাওয়া গোসলের সুব্যবস্থা করা হয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …