মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় দূর্নীতি বিরোধী দিবস পালিত

বাগাতিপাড়ায় দূর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,, নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে ইউএনও কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন। মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি সেখান থেকে বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহাবুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও হাম-মীম তাবাসসুম প্রভা। বিশেষ অতিথির বক্তব্য দেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম এবং অন্যদের মধ্যে ছাত্রী হুমায়রা বিনতে শরীফ প্রমুখ। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে …