শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় দুর্যোগ ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগত অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় দুর্যোগ ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগত অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও করোনাজনিত কারনে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের মাঝে গৃহনির্মাণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার(১৭ই আগস্ট) দুপুরে বাগাতিপাড়া উপজেলা জিমনেশিয়াম হলে এসব সহায়তা বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি বাবদ ৩ হাজার টাকা করে চেক বিতরণ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। পরে উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাঝে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন সাংসদ। 

এ সময় অনান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত আনজুম,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। 

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার কাজ করে যাচ্ছে। তাই সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ সম্মানের সাথে জীবনধারণ করছে। দেশে এখন কেউ না খেয়ে থাকে না। উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আগামী দিনগুলোতেও দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া রাষ্ট্রক্ষমতায় অন্য কোন দলকে প্রত্যাশা করে না। 

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …