নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ার অধীনে প্রত্যেক পূজা মণ্ডপের সামাজিক নিরাপত্তা, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নিশ্চিত করণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক টিম গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম আহŸায়ক নেকবর হোসেন, পাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান তবি, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন, দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহŸায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার স্বাধীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্তসভার সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘রাজশাহী বিভাগের মধ্যে বাগাতিপাড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি সব চেয়ে ভালো। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। এজন্য পূজার এই কয়দিন সবাই মিলে কমিটি গঠন করে উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’