বৃহস্পতিবার , এপ্রিল ১০ ২০২৫
নীড় পাতা / খেলা / বাগাতিপাড়ায় দু’দিনব্যাপি আদিবাসি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

বাগাতিপাড়ায় দু’দিনব্যাপি আদিবাসি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় দু’দিন ব্যাপি আদিবাসি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক সাদা পতাকা উত্তোলন শেষে মনমুগ্ধকর আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয়। পরে দুদিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টর শুভ উদ্বোধন করেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল-মামুন সরকার, বাগাতিপাড়া উপজেলা জাতীয় আদিবাসি পরিষদের সভাপতি ইম্মানুয়েল সরেন, সাধারন সম্পাদক খোকন মারান্ডী প্রমূখ।

উদ্বোধনী খেলায় বাগাতিপাড়া উপজেলার রাংঙ্গামাটী ফুটবল একাদশ বনাম পাঁচুড়িয়া ফুটবল একাদশ অংশ নেয়। এই খেলার রেফারির দায়িত্ব পালন করেন অহিদুজ্জামান নাদিম, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন, তোসাদ্দেক সরকার তিতাস ও মোস্তাফিজুর রহমান শফিক। ধারা বিবরনীতে ছিলেন কামরুল ইসলাম।

দুদিন ব্যাপি এই ফুটবল টুর্ণামেন্টে রাজশাহী বিভাগের তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, নাটোর সহ ১৬ টি দল অংশ নেবে। আগামীকাল শনিবার খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে বলে জানান আয়োজকরা।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …