নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার উপজেলার দয়রামপুর বাজারে দুটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।
আজ ১০ জুলাই সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে সবুজ কনফেকশনারি এবং সিয়াম কনফেকশনারি নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে আজ ১০ জুলাই সোমবার বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পরিচালিত অভিযানে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজারে পণ্যের মোরগ যথাযথভাবে না করার জন্য সবুজ কনফেকশনারি কে ৫০০০ টাকা জরিমানা এবং আদায় সেই সাথে সিয়াম কনফেকশনারীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে ৪০০০ টাকা জরিমানা এবং আদায় করা হয়।
আরও দেখুন
আমরা ক্ষমতায় থাকতে নাটোর বাসীর সকল দাবি পূরণ করেছি -দুলু
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস …