রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় দুই সাজাপ্রাপ্ত পালাতক আসামীসহ আটক ৩

বাগাতিপাড়ায় দুই সাজাপ্রাপ্ত পালাতক আসামীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় সাজাপ্রাপ্ত দুই পালাতক আসামিসহ তিন জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার চকস্বরাপপুর গ্রামের বাক্কার সরকারের ছেলে মানিক সরকার, লোকমানপুর বড় চিথলিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম, উপজেলার কসবে মালঞ্চি গ্রামের মৃত সোলেমান খন্দকার এর ছেলে সৈয়দ খন্দকার।

থানা সূত্রে জানাযায়, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম সহ পুলিশ অফিসার ও সংগীও ফোর্স উপজেলার বিভন্ন স্থানে মাদক বিরধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চকস্বরাপপুর গ্রামের মানিক সরকারকে নিজ বাড়ি থেক আটক করা হয়। তার বিরুদ্ধে পৃথক চারটি গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্য পৃথক দুটি মামলার দুইবছর করে সাজাপ্রাপ্ত পালাতক আসামী ছিলেন মানিক।

অপরদিকে সৈয়দ খন্দকার এক বছর তিনমাসের সাজা প্রাপ্ত পালাতক আসামী ছিলেন। এছাড়া লোকমানপুর বড় চিথলিয়া গ্রামের শরিফুল ইসলাম এর বিরুদ্ধে সাধারন গ্রেফতারি পরোয়া ছিল।

মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন শনিবার সকালে তাদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …