নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় দুইদিন ব্যাপী গাইডস ক্যাম্প অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় দুইদিন ব্যাপী গাইডস ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় গার্ল গাইডসের দুইদিন ব্যাপী আঞ্চলিক গাইড ক্যাম্প শেষ হয়েছে। ‘গাইডিং করব, সুস্থ ও উন্নত জীবন গড়ব’ স্লোগানে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁবু করে এতে উপজেলার ২২টি বিদ্যালয়ের ২৫০ জন গাইড ও ৫০ জন গাইডার অংশ নিয়েছে। উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এই ক্যাম্পের আয়োজন করেছে।

রবিবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার দীল আফরোজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ। তিনি গাইডসদের দেশপ্রেম ও সততার সঙ্গে বেড়ে উঠতে আহ্বান জানান।

দুইদিন ব্যাপী ক্যাম্পে গ্যাজেট তৈরি, তাঁবু পরিদর্শন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা সেশন ও তাঁবু জলসা করে সোমবার সন্ধ্যায় তাঁবু ছাড়েন গাইডসরা। অনুষ্ঠানে আঞ্চলিক প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান, ক্যাম্প কমান্ডার আইভি রহমাম ও সহকারী ক্যাম্প কমান্ডার শান্তনা ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে গাইডসরা নাচ-গান পরিবেশন করে।

আরও দেখুন

গুরুদাসপুরে ঈদ পোশাক কিনতে ক্রেতাগণ শপিংমলে নয়, ভিড় করছেন

ফুটপাতে নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদ মানেই আনন্দ। এই আনন্দে রঙিন পোশাকে নিজেকে ও পরিবারকে সাজাতেচান সবাই। …