নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া :
“পুষ্টি, মেধা, দরিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এডিডিপি)’র সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু হায়দার’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৪২টি স্টল অংশগ্রহণ করে। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার কবুতর, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।