সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
”সোনালী আঁশে সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ, বাংলার পাট বিশ্বমত ”এই শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ  উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালীযুক্ত হয়ে উদ্বোধন করেন, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব দীপক কুমার সরকার।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন জুয়েল। রিসোর্স পার্সন হিসেবে থেকে উক্ত বিষয়ে সম্মুখ ধারণা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমরেজ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ও পাট উন্নয়ন অধিদপ্তর নাটোরের মুখ্য পরিদর্শক হাফিজুর রহমান।

অন্যান্যর মধ্যে ছিলেন, উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ১০০ জন পাট চাষী অংশ গ্রহণ করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …