নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
করোনা প্রাদুর্ভাবের কারণে স্বল্প পরিসরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। দয়রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াংকা দেবী পাল। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব ফিরোজ উদ্দিন।
২০২০-২০২১ অর্থবছরের জন্য রাজস্ব ও উনয়ন ধরা হয়েছে ৬৬ লাখ ১৬ হাজার ১শত ৪০ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ লাখ ৮৪ হাজার ৭ শত ৪০ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৩১ হাজার ২ শত টাকা এছাড়াও বাজেট সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল সালাম মোল্লা, নেয়ামুল ইসলাম, আলী আকবর, রাজু আলী, আব্দুল জলিল, আশরাফ আলী, ইউপি মহিলা সদস্য শুুকুমারী বাদ্যকর, শরীফা বেগম, মহিলা ইউপি সদস্য জাহেরা বেগম সহ বাগাতিপাড়া কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …