খাদেমুল ইসলাম, বাগাতিপাড়াঃ
করোনা ভাইরাস (কোভিট ১৯) যখন পৃথিবীতে মহামারি আকার ধারণ করেছে ঠিক তখন নাটোরের বাগাতিপাড়ায় ডাক্তার দের পাশে এসে দাঁড়িয়েছেন নাটোরের একটি ক্ষুদ্র সংগঠন তেরো ফাউন্ডেশন।
জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) সকালে তেরো ফাউন্ডেশন নামের এই সংগঠনটি নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেৱ কাছে ৩০ টি ফেসশীল্ড হস্তান্তর করেন শুধু তাই নয় আরও জানা যায় উপজেলা নিবার্হী অফিসারের নিকট ৫ টি ফেসশীল্ড হস্তান্তর করেন।
এছাড়াও তেরো ফাউন্ডেশন সংগঠনের যুবকরা জানান, আগামীকাল সোমবার (২০ এপ্রিল) উপজেলা চেয়ারম্যানের কাছে ৫ টি ফেসশীল্ড বিতরণ করা হবে,
সে সময় সেখানে উপস্থিত ছিলেন তেরো ফাউন্ডেশনের সদস্য জাহিদ বিন রেজা, আব্দুর রহিম, সাদমান সাকিব, আল মুয়িদসহ আরও অনেকে।
তারা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা আমাদের নিজ অর্থায়নে মানুষের সেবা করতে চাই আর আমরা এগুলো মানুষের মধ্যে বিতরণ করছি নিজ অর্থায়নেই। করোনা ভাইরাস আমাদের দেশে থাকাকালিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি।